চেয়ারম্যান-মেম্বারদের মাসিক সম্মানী কত?

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৫ এএম

ঢাকা: সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করেছে সরকার।

এর মধ্যে সিটি কর্পোরেশনের মেয়র মাসিক সম্মানী পাবেন ৮৫,০০০ টাকা ও কাউন্সিলর ৩৫,০০০ টাকা। তবে অন্যান্য ভাতাদি পূর্বের ন্যায় বহাল থাকবে। জেলা পরিষদের চেয়ারম্যান মাসিক সম্মানী ৫৪,০০০ টাকা ও আপ্যায়ন ৫,০০০ টাকা, সদস্য মাসিক সম্মানী পাবেন ৩৫,০০০ টাকা।

ক শ্রেণী পৌরসভার মেয়র ৩৮,০০০ টাকা ও কাউন্সিলর ৮,০০০ টাকা, খ শ্রেণী মেয়র ২৮,০০০ টাকা ও কাউন্সিলর ৭,০০০ টাকা, গ শ্রেণী মেয়র ২৪,০০০ টাকা ও কাউন্সিলর ৬,০০০ টাকা মাসিক সম্মানী পাবেন।

এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাসিক সম্মানী ৪০,০০০ টাকা ও ভাইস চেয়ারম্যানের ২৭,০০০ টাকা। তবে অন্যান্য ভাতাদি পূর্বের ন্যায় বহাল থাকবে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি অংশ ৩,৬০০ টাকা ও ইউপি অংশ ৪,৪০০ টাকাসহ মোট ৮,০০০ টাকা, সদস্য সরকারি অংশ ২,৩৭৫ টাকা ও ইউপি অংশ ২,৬২৫ টাকা সহ মোট ৫,০০০ টাকা মাসিক সম্মানী পাবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: