সানি লিওন এর নতুন সিনেমা এবার ৩১ দেশে

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৪, ০১:৩৩ এএম

বলিউডের নায়িকা ও পর্ণস্টার সানি লিওন তার নতুন তামিল সিনেমার আইটেম গান দিয়ে সাড়া ফেলে দিয়েছেন । তামিল এই সিনেমাটির নাম “কারেন্ট থিগা” । এই সিনেমাটি আবু ধাবি, জার্মানি, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ ৩১ টি দেশ সহ ২০০০ থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে । মনোজ মাঞ্চু এবং রাকুল প্রীত সিং থাকবেন এই সিনেমাটির মুল চরিত্রে ।

আইটেম গানের পাশাপাশি এ সিনেমায় একজন স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানি লিওনকে। তবে, সানি লিওনের আইটেম গানের কারণে অপ্রাপ্ত বয়স্কদের জন্য তকমা লাগানো কারেন্ট থিগায় সানি তার ছাত্রদের সামনে কেমনভাবে আসবেন সেটা অনেক বড় বিষয়। তবু দেখা যাক, সানি লিওন নতুন কি চমক নিয়ে হাজির হবেন তার এই কারেন্ট থিগা সিনেমাটিতে ?

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: