আগ্নেয় বলয়ের ফলে জাপানে নতুন দ্বীপের জন্ম

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৪, ০৯:০৭ পিএম

আগ্নেয় বলয়ে অগ্ন্যুৎপাত। আর তার ফলে একটা নতুন দ্বীপের জন্ম। ঘটনাটি ঘটেছে টোকিওর এক হাজার কিলোমিটার দক্ষিণবর্তী ওগাসাওয়ারা শৃঙ্খলে।

নিশিনোশিমা উপকূলের কাছে অবস্থিত প্রায় ৩০টি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি এই শৃঙ্খল জাপানে বোনিন দ্বীপপুঞ্জ নামেই পরিচিত। ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অন্তর্ভুক্ত এই আগ্নেয় দ্বীপপুঞ্জ প্রকৃতিতে অতিসক্রিয়।

জাপানের আবহাওয়া ও ভূমিকম্প বিশেষজ্ঞরা উপগ্রহ ছবি বিশ্লেষণ করে জানাচ্ছেন, আগ্নেয় পদার্থ জমে গড়ে ওঠা নতুন দ্বীপটির ব্যাস কুল্লে ২০০ মিটার। বিশেষজ্ঞদের দাবি, এ ভাবে হঠাৎ জেগে ওঠা দ্বীপ সাধারণ ভাবে স্থায়ী হয় না।

বায়ুপ্রবাহ, ঢেউয়ের তোড়ে নিজে থেকেই ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে এবং সাগরে মিলিয়ে যায়। তবে কখনো কখনো এমন দ্বীপ আবার স্থায়ীও হয়ে উঠতে পারে।'

নতুন দ্বীপের জন্মসংবাদে উচ্ছ্বসিত জাপান প্রশাসন। সরকারি মুখপাত্রের সরস মন্তব্য, এটি পূর্ণাঙ্গ দ্বীপে পরিণত হলে ভালো। জাপান আয়তনে বাড়বে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: