এবার ইউটিউবই ভেঙে দিলো ‘গ্যাংনাম স্টাইল’! (ভিডিও)

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৪, ০৫:২৭ এএম

সাজিয়া ইসলাম, বিডি টুয়েন্টিফোর লাইভ:

দক্ষিণ কোরিয়ান র‌্যাপার সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ ইউটিউবে অতীতের সব রেকর্ড ভেঙেছে আগেই, এবার ইউটিউবের সীমানাই ভেঙে দিলো গানটি! ইউটিউবে কোন গান কতোবার দেখা হলো, সে সংখ্যা গণনা করার সীমা পেরিয়ে যাওয়ার নজির আর নেই।

জানা গেছে, ইউটিউব গুনতে পারে এমন সব সংখ্যাকে পেরিয়ে গেছে ‘গ্যাংনাম স্টাইল’। এখন পর্যন্ত ২১৫ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৬৩২ বার দেখা হয়েছে ভিডিওটি।

ইউটিউব এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, ‘আমরা ভাবতেও পারিনি কোনো ভিডিও ৩২ বিটের পূর্ণসংখ্যার (২১৪ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৬৪৭) চেয়েও বেশিবার দেখা হতে পারে। এই গানের কারণে আমাদের প্রতিনিয়ত নিজেদেরকে সংস্কার করতে হয়েছে। ‘সাইয়ের ভিডিওটি গুনতে গেলে গণিতের জাদু দেখা যায়।’

২০১২ সালে ‘গ্যাংনাম স্টাইল’ গানের ভিডিও উন্মুক্ত হয় ইউটিউবে। এতে ঘোড়ায় চড়ার ঢঙের নাচ আলোড়ন সৃষ্টি করে সারা দুনিয়ায়। চলতি বছরের মে মাসে ‘গ্যাংনাম স্টাইল’ ২০০ কোটি বার দেখার মাইলফলক স্পর্শ করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: