সানি লিওন  এ বছরও সেরা

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৪, ১১:১৩ পিএম

ইন্টারনেট পর স্রেফ সানি সানি’। সার্চ ইঞ্জিনে সানির জনপ্রিয়তায় ম্লান হয়ে গিয়েছিলেন আমির, সালমান, শাহরুখ, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা দীপিকারা। ইন্টারনেট দুনিয়ায় সানি লিওনের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। গুগল, ইয়াহু, বিং বিশ্বের প্রথম সারির সার্চ ইঞ্জিন কোম্পানগুলি গত বছর জানিয়েছিল ভারতের সবচেয়ে বেশি ‘সার্চড’ সেলেব্রিটি হলেন সানি লিওন। ৯ ফেব্রুয়ারি আবার প্রকাশিত হতে চলেছে গুগলে সবচেয়ে বেশি ‘সার্চ’ সেলিব্রিটির মান। এবারও কি সানি থাকবেন এক নম্বরে?

সূত্রের খবর, গত বছরের থেকে এবার আরও বেশিবার লিওনিকে খোঁজ হয়েছে ইন্টারনেটে। গতবার ইন্টারনেটে মোট ৩ কোটি ৫০ লক্ষ বার গুগল সার্চে সানি লিওনের নাম লিখে সার্চ করা হয়। শোনা যাচ্ছে সেই সংখ্যাটা নাকি এই নভেম্বেরেই ছাপিয়ে গেছে।

পূজা ভাটের হাত ধরে ‘জিসম-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ এই পর্নস্টারের। তারপর আর ঘুরে দেখতে হয়নি সানিকে। মার্কেটে এখন তিনি হট সাবজেক্ট। ছবি হিট করতে পরিচালক থেকে শুরু করে প্রযোজক সবাই এখন চাইছেন সানিকে। তাই মূল চরিত্রে না থাকলেও ক্যামিও চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

চলতি বছরেই হিট করে সানি লিওনের ‘রাগিণী এমএমএস টু’। ‘হেট স্টোরি টু’-তে ‘পিঙ্ক লিপস্…’ গানে কোমর দুলিয়ে দর্শকদের মন জেতেন তিনি। বলিউডের তাঁর আপকামিং সিনেমা ‘কুছ কুছ ল্যোচা হে’। এছাড়া আরও একটা তামিল সিনেমায় কাজ শুরু করেছেন সানি। তাছাড়া তাঁর ঝুলিতে রয়েছে অনেক ছবির অফার।

সব মিলিয়ে ইন্দো-কানাডিয়ান এই পর্নস্টার জাঁকিয়ে বসছেন ভারতীয় সিনেমায়, আর ভারতীয়রা তাঁকে খুঁজে চলেছেন। সব দেখে শুনে বলাই যায়… ইন্টারনেটে মন্ত্র এখন খোঁজ খোঁজ সানি লিওন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: