পাতলা চুলের ভিন্ন স্টাইল

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৪, ০৯:৫৭ পিএম

যাদের মাথায় চুল কম কিংবা পাতলা তাদের চুলের স্টাইল অন্যদের থেকে আলাদা হবে এটাই স্বাভাবিক। আর এ ক্ষেত্রে অনেকেই পাশ থেকে চুল এনে তা ঢাকার চেষ্টা

করেন, যা মোটেই কাজে দেয় না। তবে হেয়ার স্টাইলিস্ট রিচার্ড ব্রেসন এ বিষয়ে একটি পরামর্শ দিয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে বিজনেস ইনসাইডার।

মাথায় চুল কম থাকলে কয়েকটি কাজ করলে তা চুল কমের বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাবে না। আর এতে আত্মবিশ্বাসও অনেকখানি বেড়ে যাবে বলে মনে করেন
ব্রেসন।

মাথায় চুল কম থাকলেও অনেক ব্যক্তি যে ভুলটা করেন, তা হলো অবশিষ্ট চুল লম্বা রাখা। তাদের এটা মনে রাখা উচিত যে, ছোট চুল এ ক্ষেত্রে সব সময়েই ভালো।
এ ক্ষেত্রে যা করতে হবে তা হলো, মাথার সাইডের চুলগুলো ছোট ছোট করে কাটুন। মাথার ওপরের চুলগুলোর দৈর্ঘ্যও কমান। এরপর সে চুলগুলো চিরুনির সাহায্যে
সাইডে চালিত করুন।

তবে এ ক্ষেত্রে আপনার চুলের মাত্রার ওপর স্টাইলটি নির্ভর করবে। চুল যদি আরও কম থাকে তাহলে তা একেবারে ছোট করে ছেটে দেওয়া যেতে পারে। তবে সেভ
করার কোনো প্রয়োজন নেই বলেই জানান এ হেয়ার স্টাইলিস্ট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: