চিত্রনায়িকা সাহারার অজানা অধ্যায়

প্রকাশিত: ১০ মে ২০১৭, ০৬:৫৯ পিএম

সাহারা বাংলা চলচ্চিত্রের একজন  জনপ্রিয় অভিনেত্রী। সময়ের বেশ আলোচনায় ছিলেন এই নায়িকা। চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল শাহাদাত হোসেন লিটন পরিচালিত রুখে দাড়াও ছবির মাধ্যমে। অনেক পরিশ্রম করে ঢাকার চলচ্চিত্রে নিজেকে নাম্বার ওয়ান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এই অভিনেত্রী। শাকিব খান এর সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায়।

অনেকদিন ধরে চিত্রনায়িকা সাহারার কোনো খোঁজ নেই। বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত আছেন তিনি। যে কারণে নতুন কোনো চলচ্চিত্র অভিনয়ে দেখা যায় না তাকে। এমনকি চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দীর্ঘদিন তার উপস্থিতি নেই। তবে তার ভক্ত-দর্শকরা ঠিকই তাকে খুব মিস করেন। মিস করেন সহকর্মীরাও। সাহারাও তার ফেলে আসা চলচ্চিত্র জীবনকে প্রায়শই খুব মিস করেন। এদিকে আদৌ চলচ্চিত্রের অভিনয়ে তার ফেরা হবে কী না সে বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। 

মিডিয়াকে সাহারা বলেছিলেন, বিয়ের পর থেকে এ পর্যন্ত নানা অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত পেয়েছি। চলচ্চিত্রের মানুষেরা আমাকে ভোলেনি, তা আমি অনুভব করি। আমিও খুব মিস করি সেসব ফেলে আসা দিনগুলো। 

খুব ছোটবেলা থেকেই সাহারা নাচ শিখেছেন নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে। আর সে সুবাদেই একসময় পরিচয় হয় পরিচালক লিটনের সঙ্গে। সাহারা প্রায় ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: