কেমন বউ চাই?

বিয়ে একজন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারও মাঝে কখনও সকল গুণ পাওয়া সম্ভব না। তবে অনেক কিছু মানিয়ে নিলেও কিছু কিছু গুণ অনিবার্য হিসেবেই পুরুষেরা খুঁজে থাকে। নিজের হবু বউয়ের মাঝে ছেলেরা যে সকল গুণ দেখতে চায়, তা জেনে নিন-
১. ছেলেরা চায় তার হবু বউ যেন তার ইগো সমস্যা বুঝে। ছেলেদের মাঝে মেজাজ খিটখিটে থাকার অভ্যাস থাকে প্রচুর। তাই তার মেজাজ বুঝে যেন স্ত্রী তার স্বামীর কথাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করে।
২. ছেলেরা জ্ঞানী মেয়েদের পছন্দ করে। তারা চায় তার স্ত্রীও যেন বাহিরের জগত সম্পর্কে ভাল ধারনা রাখে। এতে করে তাদের সংসার সামলাতে সুবিধা হবে।
৩. জীবনসঙ্গী হিসেবে শুধুমাত্র দৈহিক সৌন্দর্য খোঁজে না পুরুষ, প্রাথমিকভাবে চোখের দেখায় ভালো লাগলেও, ‘প্রথম দর্শনে প্রেমে’ পড়ে গেলেও, চূড়ান্তভাবে কিন্তু মনের সৌন্দর্যে আকৃষ্ট হন তারা। যে নারী তার পৃথিবীটাকে সুন্দর করে দেখাতে পারে তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন পুরুষরা।
৪. জীবনসঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হবে এমনটা আশা করেন পুরুষেরা। নিজেদের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে যেন মিল থাকে সেদিকেও খেয়াল রেখে জীবনসঙ্গী বাছাই করেন তারা।
৫. ভবিষ্যতে স্বামীর অবর্তমানে সংসার ও সন্তানের দায়িত্ব নিতে পারবেন এমন নারীদের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন পুরুষেরা। পরনির্ভরশীল নারীদের সঙ্গে স্বল্পকালীন জীবন কাটানো যায় কিন্তু পুরো জীবন কাটাতে গেলে হাঁপিয়ে উঠতে হয়। সংসার জীবনে দুজনে হাত ধরাধরি করে চলতে পারবেন এমন দায়িত্বজ্ঞানসম্পন্ন নারীদের জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় পুরুষেরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: