সৌন্দর্য বৃদ্ধিতে সেভেন আপ!

প্রকাশিত: ১৬ জুন ২০১৭, ০৯:২২ এএম

সেভেন আপ হল কার্বনডাই অক্সাইড যুক্ত জল। স্পার্কলিং ওয়াটার নামেও এর পরিচিতি আছে। তবে, শুধুমাত্র খাওয়ার জন্য নয়, ত্বকের যত্নেও সমান পারদর্শী এই কার্বনডাই অক্সাইড যুক্ত জল। ত্বককে মোলায়েম, দাগহীন এবং মৃত কোষ দূর করে ত্বককে টানটান করতে সাহায্য করে কার্বনডাই অক্সাইড যুক্ত জল বা সেভেন আপ। ত্বককে নতুনভাবে পেতে কার্বনডাই অক্সাইড যুক্ত জল দারুণ কার্যকরী।

কার্বনডাই অক্সাইড যুক্ত জল মুখমণ্ডলের যাবতীয় নোংরা এবং কালোভাব দূর করতে সাহায্য করে। কার্বনডাই অক্সাইড যুক্ত জল কোলাজেন ফাইবারের মধ্যেখানে থাকা কোষগুলিকে মজবুত হতেও সাহায্য করে। ত্বক কুঁচকে যাওয়া এবং বলিরেখা থেকেও মুক্তি দেয় কার্বোনেটেড ওয়াটার বা সোডা ওয়াটার। এর নিয়মিত ব্যবহারে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত বা চিটচিটে ভাব থেকেও মুক্তি মেলে।

কিভাবে কার্বনডাই অক্সাইড যুক্ত জল ত্বকে ব্যবহার করবেনঃ

উপাদানঃ- 

১। এক কাপ কার্বন যুক্ত জল বা সোডা জল।
২। এক কাপ পানীয় জল। 
৩। একটা নরম কাপড়।

ব্যবহার পদ্ধতিঃ-

১। প্রথমে একটি পাত্রে কার্বন যুক্ত জল এবং পানীয় জল ভালভাবে মিশিয়ে নিতে হবে।
২। তারপর, এই মিশ্রিত জলে নরম কাপড় ভিজিয়ে, সেই কাপড়টি দিয়ে মুখ মুছে নিতে হবে। 
৩। এই ভাবে অন্তত ৩০ সেকেন্ড রেখে দিতে হবে। 
৪। পাঁচ থেকে ছয় বার মুখে কার্বন জলে ভেজানো তোয়ালে চাপা দিয়ে রাখতে হবে। 
৫। এই তরল মিশ্রণটি প্রতিদিন ব্যবহারে মুখের লোমকূপগুলি খুলে যায় এবং যাবতীয় ক্ষতিকারক পদার্থ বেড়িয়ে গিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে।
৬। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে সরাসরিও মুখে লাগাতে পারেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: