কোকাকোলা পান করেন? জেনে নিন অভিনব ১০ ব্যবহার!

আমরা মনে করি কোকাকোলা খুবই উপকারী পানীয় আমাদের শরীরের জন্য। পৃথিবীর অন্যতম বড় ব্র্যান্ড কোকাকোলা যে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় ভেবেছেন কোনদিন? তবে আমাদের শরীর জন্য নয় কোকাকোলা! হয়তো খবরটি পড়তে একটু দিধা হচ্ছে আপনার। কিন্তু এবার আসুন জেনে নেওয়া যায় কোকাকোলার বিভিন্ন ব্যবহার:
যে কোনো ধরণের কড়া দাগ তুলতে সাহায্য করে :
অনেক সময় বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখা যায় যে বাথরুম পরিষ্কারের জন্য ব্যবহৃত লিকুইড শেষ হয়ে গেছে। কোনো চিন্তা নেই‚ বাথরুম কোকাকোলা দিয়ে ভিজিয়ে রাখুন একঘন্টা। এতে উপস্থিত অ্যাসিড খুব সহজেই দাগ তুলে ফেলতে সাহায্য করবে। এই উপায়ে আপনি বাথরুমের কমোড এবং বেসিন ও পরিষ্কার করতে পারেন। এছাড়াও জামাকাপড় কাচার সময় কাপড় কাচার ডিটারজেন্টের সঙ্গে খানিকটা কোকাকোলা মিশিয়ে দিন। কাপড় অনেক বেশি পরিষ্কার হবে।
কাপড় থেকে সহজেই রক্তের দাগ তুলে ফেলে :
কাপড়ে একবার রক্ত লাগলে বহুবার ধোয়ার পরেও তার দাগ থেকে যায়। কিন্তু এইবার এমনটা হলে সেই কাপড় কোকাকোলায় ভিজিয়ে রাখুন। দেখবেন অনেক সহজেই রক্তের দাগ উঠে যাচ্ছে।
সহজেই জং তুলে ফেলে :
কোনো জিনিস থেকে জং তুলে ফেলতে কোকাকোলার জুড়ি নেই। এর জন্য এক মগ কোকাকোলায় সেই বস্তু ভিজিয়ে রাখুন। জিনিসটার আকার বড় হলে একটা কাপড় কোকাকোলা ভিজিয়ে তাই দিয়ে জ্ং তুলে ফেলুন। এতে উপস্থিত ফসফোরিক অ্যাসিড সহজেই জং তুলে ফেলতে সাহায্য করে।
সহজেই তেলের দাগ তুলে ফেলে :
রান্নাঘরের স্ল্যাবে বা মাটির থেকে যে কোনো তেলের দাগ তুলে ফেলেতে পারবেন কোক দিয়ে। যে জায়গায় দাগ লেগেছে সেই জায়গায় খানিকটা কোকাকোলা ঢেলে দিন। কিছুক্ষণ পরে কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। দেখবেন দাগ উঠে গেছে।
বিউটিশিয়ানের কাজও করে :
আপনি যে ময়শ্চারাইজার ব্যবহার করেন তাতে অল্প একটু কোকাকোলা মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে মুখে হাল্কা হাতে ম্যাসাজ করুন। ত্বক অনেক উজ্জ্বল এবং নরম হবে।
আরশোলা‚ পিঁপড়ে মেরে ফেলতে সাহায্য করে :
যে কোনো ধরণের পোকা মাকড় এই মিষ্টি পানীয় খেতে পছন্দ করে। কিন্তু খাওয়ার পর পেটে উৎপাদিত গ্যাস বের করতে অক্ষম হয়ে মারা যায়।
বাগানে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করুন :
মাঝে মধ্যে গাছে কোকাকোলা স্প্রে করা খুব ভালো। এর ফলে মাটির অ্যাসিডিটি বেড়ে যায় এবং গাছের ভালো বাড়বাড়ন্ত হয়। একই সঙ্গে মাটিতে উপস্থিত মাইক্রো অর্গানিজম কোক খায় ফলে মাটিতে অরগ্যানিক সার বেড়ে যায়। একই সঙ্গে পোকা-মাকড় যা গাছের ক্ষতি করে তাও মেরে ফেলা যায় এই উপায়ে। তবে নতুন কোনো গাছে দেওয়ার আগে জেনে নিন সেই গাছ অ্যাসিডিটি সহ্য করতে পারে কি না।
ব্যথা কমিয়ে দেয় :
মৌমাছি বা পিঁপড়ে কামড়েছে? কোনো চিন্তা নেই সেই জায়গায় খানিকটা কোকাকোলা লাগিয়ে নিন। দেখবেন সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেছে।
সহজেই চুল থেকে চুইং গাম তুলে ফেলতে সাহায্য করে :
কেউ মজা করেই হোক বা বদমায়েশি করে বাচ্চার মাথায় চেবানো চুইং গাম লাগিয়ে দিলে আর রক্ষে নেই‚ চুল কেটে ফেলা ছাড়া তখন উপায় থাকে না। কিন্তু আমরা অনেকেই জানি না চুলের থেকে খুব সহজেই চুইং গাম ছাড়িয়ে ফেলতে সাহায্য করে কোকাকোলা। খালি চুলের সেই অংশটা ভালো করে কোকাকোলা লাগিয়ে রাখুন। খানিক্ষন পরে দেখবেন চুইং গাম সহজেই তুলে ফেলা যাচ্ছে।
ডিশ ওয়াশার :
বারবার ব্যবহার করার ফলে অনেক সময় লোহার কড়াই বা তাওয়াতে কালো দাগ পড়ে যায় যা এমনি বাসন মাজা সাবান দিয়ে কিছুতেই উঠতে চাই না। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে কয়েক মিনিট বাসন কোকাকোলায় ভিজিয়ে রাখুন। দেখবেন বাসন আবার নতুনের মতো চকচকে হয়ে গেছে।
বিডি২৪লাইভ/এএস
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: