হাশরের দিন যাকে প্রথম পোশাক পড়ানো হবে!

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৭, ১২:০১ এএম

আল্লাহপাক মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। আর মানুষের মধ্যে দিয়েছেন লজ্জা যা অন্যান্য প্রাণির থেকে মানুষকে আলাদা করে ফেলে। সেই লজ্জা ঢাকতে মানুষ কাপর পরিধান করে। তবে কাল হাশরের ময়দানে মানুষকে তোলা হবে পোশাক বিহীন অবস্থায়। সেদিন থাকবে না কোনো পোশাক। হাশরের ময়দানের পরিস্থিতি এতই বিভীষিকাময় হবে যে মানুষ কেউ কারো দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না।

সেদিন সর্বপ্রথম মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আঃ) কে পোশাক পরানো হবে। এ বিষয়ে হাদীসে এসেছে, ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, উপদেশ সম্বলিত ভাষণ দেওয়ার উদ্দেশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দণ্ডায়মান হয়ে বললেন, হে লোক সকল! তোমরা আল্লাহর সামনে খালি পা এবং নগ্নদেহ অবস্থায় উপস্থিত হবে। যেমন প্রথম দিন সৃষ্টি শুরু করেছিলাম, তেমনি তার পুনরাবৃত্তি করবো। এটা আমার একটা ওয়াদা, তা পালন অবশ্যই আমি (সম্পাদন) করব। শুনে রাখ, কিয়ামতের দিন সবার মাঝে সর্বপ্রথম ইবরাহীম (আলাইহিস সালাম) কে পোশাক পরানো হবে। ওহে! আমার উম্মতের অনেক লোককে আনা হবে এবং তাদেরকে বাঁ দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, হে আমর রব! এরা তো আমর উম্মাত। জবাবে আমাকে বলা হবে, তুমি জানো না তোমার পরে এরা কত নতুন বিষয় উদ্ভাবন করেছিল। আমি তখন আল্লাহর নেক বান্দা (ঈসা (আঃ) এর মত বলবো, এবং যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী; কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমিই তো ছিলে তাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক এবং তুমিই সর্ব বিষয়ে সাক্ষী, তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা কর তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তখন বলা হবে, তুমি তাদের থেকে বিদায় গ্রহণের পর তারা সর্বদা মুখ ফিরিয়ে উল্টো পথে চলছিল। (সহীহ মুসলিম- ৬৯৩৭)

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: