প্রেমে পড়লে শরীরে যে ৬টি পরিবর্তন ঘটে?

প্রেম। সে তো বিশ্বময় ছড়িয়ে আছে। পৃথিবীতে খুব কম মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের জীবনে প্রেম আসেনি।
আর এ কারণে জীবনে একবারের মতো হলেও প্রেমে পড়েনি, এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই মুশকিল। প্রেমে পড়ার অসাধারণ এই অনুভূতিটা সব মানুষই পেতে চায়।
ফলে প্রেমে পড়লে জীবনে নানা ধরনের পরিবর্তন আসে। এমনকি দেহেও আসে নানান পরিবর্তন।
চলুন জেনে নেই প্রেমে পড়লে শরীরে ঠিক কি কি পরিবর্তন ঘটে?
প্রেমে পড়লে মানুষের ‘ঘুম কম হয়’
এই তথ্য একটি সমীক্ষায় পাওয়া গিয়েছে যে, প্রেমে পড়লে অন্তত পক্ষে ১ ঘণ্টা রাতের ঘুম কমে যায়। জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথে প্রকাশিত হয়েছিল গবেষণাটি। গবেষণাটিতে এর কারণ হিসেবে বলা হয়, রাতে ঘুমাতে গেলেই মনে মধ্যে লুকিয়ে থাকা প্রিয় মানুষটির কথা সবচাইতে বেশি মনে পড়তে থাকে এবং শারীরিক ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। ফলে ঘুমানোর জন্য প্রস্তুত হতে পারে না শরীর। যার কারণে ঘুমাতে দেরি হয়ে যায়।
প্রেমে পড়লে মানুষ ‘ভুলোমনা’ হয়ে যায়
মানুষ প্রেমে পড়লে সে সব কিছু ভুলে যাওয়া শুরু করে৷ এজন্য দায়ী অবশ্য অক্সিটসিন হরমোন। প্রেমে পড়লে মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিটসিন হরমোন উৎপন্ন হয়, যা স্মৃতিশক্তি কিছুটা কমিয়ে দিতে পারে। আর তাই প্রেমে পড়লে মানুষ কিছুটা ভুলোমনা ও অন্যমনষ্ক হয়ে যায়।
প্রেমে পড়লে মানুয়ের খাবারের ‘স্বাদ বেশি লাগে’
মজার বিষয় হলো প্রেমে পড়লে নাকি বলে খাবারের স্বাদও বেশি লাগে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় এমন তথ্য দেয়া হয়েছে। ওই সমীক্ষায় দেখা গিয়েছে যে, যারা নাকি নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাদের কাছে সব খাবারের স্বাদই অন্যদের তুলনায় একটু বেশিই লাগছে।
প্রেমে পড়লে মানুয়ের ‘মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যায়’
প্রেমে পড়ার বিষয়টি নাকি মস্তিষ্কের ১২টি স্থানে গিয়ে আঘাত করে। এ কারণে প্রেমে পড়ার সাথে সাথে মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যাবে। প্রেমে পড়লে মস্তিষ্ক সব সময়ে যেভাবে চিন্তা করেছে, সেভাবে চিন্তা করতে পারবে না। প্রেমে পড়ার পরে অনেক বিষয়ই আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হবে তখন।
প্রেমে পড়লে ‘শরীরের নানান ব্যথা কমে যায়’
প্রেমে পড়লে মানুষের শরীরের বিভিন্ন ধরনের ব্যাথা সেরে যায়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিনের একটি গবেষণায় এ তথ্য বলা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে যে, ভালোবাসা মস্তিষ্কের নিউরাল রিসেপটরের কার্যকারিতা বাড়িয়ে ব্যাথার অনুভূতি কমিয়ে দেয়। বিজ্ঞানীরা তাই ভালোবাসাকে ব্যথার ওষুধ বলে আখ্যায়িত করেছেন।
প্রেমে পড়লে ‘হৃৎপিণ্ডের গতি পরিবর্তিত হয়ে যায়’
প্রেমে পড়লে নাকি শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। আর হরমোনের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে রক্তচাপও কমে যায়। সেই সঙ্গে কমে যায় হৃৎপিন্ডের গতিও। বিশেষ করে ভালোবাসার প্রিয় মানুষটির আশেপাশে থাকলে এই পরিবর্তনটা বেশি ঘটে থাকে।
বিডি২৪লাইভ/টিএএফ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: