শাকিব খানের বড় বোন ‘মনিরা মিঠু’

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৯ পিএম

‘মনিরা মিঠু’ প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে বেশ দর্শক নন্দিত হন এই অভিনেত্রী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রতিনিয়ত বিভিন্ন নির্মাতার নাটকে ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। শুধু নাটকে নয় নিজের সুনিপুণ অভিনয় শৈল্পি দিয়ে জায়গা করে নিচ্ছেন বেশ কিছু চলচ্চিত্রেও। সেই ধারাবাহিকতায় এবার নাম্বার ওয়ান শাকিব খানের সাথে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘মনিরা মিঠু’।

এসকে মুভিজের প্রযোজনায় ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ভাইজান এলো রে’ চলচ্চিত্রটি। আর এই ছবিতেই শাকিব খানের বড় বোন চরিত্রে দেখা যাবে মনিরা মিঠুকে। জানা গেছে আগামী ৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত শুটিং হবে কলকাতায়।

‘ভাইজান এলো রে’ ছবি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জী। ছবিটিতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। আর শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

ছবিতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। আগামী ঈদকে টার্গেট করে ‘ভাইজান এলো রে’ নির্মিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, এই ছবির আগে গহীনে শব্দ, জোনাকির আলো, পোড়ামন ইত্যাদি ছবিগুলোতে অভিনয় করেছনে মনিরা মিঠু।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: