শাকিব খানের ‘নেকাব’

প্রকাশিত: ০৭ জুলাই ২০১৮, ০৪:৪৬ পিএম

শাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশে কতটা তা হয়তো পাঠকদের বলার প্রয়োজন নেই। তিনি কিং অফ ঢালিউড। বাংলাদেশের বাইরেও ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন বেশ প্রশংসা। কলকাতায় তার কিছু আলোচিত ছবির মাঝে অন্যতম একটি ‘মাস্ক’ যা মুক্তির অপেক্ষায় আছে।

ছবিটির বেশীর ভাগ কাজ শেষ হবার পর তার নাম ঘোষণা করা হয়। ছবিটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস। আর শাকিব খানের সাথে জুটি বেধেছেন টলিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকা।

ইতোমধ্যে ছবিটির শুটিং পুরোপুরি শেষ। শুটিং শেষ হতে না হতেই পরিচালক জানালেন, ‘মাস্ক’ নামটি পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেয়া হয়েছে ‘নেকাব’। শাকিব খানের ‘মাস্ক’ নামটি যে এখন ‘নেকাব’ সেটি রাজীব বিশ্বাস ছাড়াও নিশ্চিত করেছে কলকাতার বহুল প্রচারিত দৈনিক ‘এই সময়’।

জানা গেছে ‘নেকাব’ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: