এক নজরে ওজিল

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৮, ০৬:২৩ পিএম

ফুটবল বিশ্বে পরিচিত এক নাম মেসুত ওজিল। দিনের সঙ্গে পাল্লা দিয়ে এখন জনপ্রিয়তার তুঙ্গে আছেন এই জার্মান মিডফিল্ডার। এই মুসলিম ফুটবলার খেলাধুলা ছাড়াও ধর্মীয় অনুশাসনের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন।

রাশিয়া বিশ্বকাপের ২১তম আসরে আলো ছড়াতে পারেনি ওজিলের জার্মানি তাই গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয় তাদের।

ওজিলের পুরোনাম মেসুত ওজিল। তিনি পশ্চিম জার্মানির জেলেসেনকির্সেনতে ১৯৮৮ সালে জন্ম গ্রহণ করেন। বিশ্ব ফুটবলে তিনি অ্যাসিস্ট কিং বা অ্যাসিস্ট মেশিন হিসেবে পরিচিত।

ওজিল ২০০৫ সালে জার্মান ক্লাব শালকার হয়ে ১৮ বছর বয়সে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ওজিলের গায়ে জাতীয় দলের জার্সি উঠে ২০০৯ সালে। আর সে ম্যাচে ওজিলদের প্রতিপক্ষ ছিলো নরওয়ে।

২০১০ বিশ্বকাপে ঘানার বিপক্ষে বক্সের বাইরে অসাধারণ এক গোল করে গোল্ডেন বলের জন্য নমিনেটেড হন। ২০১০ সালে ১৫ মিলিয়ন ডলারের বিনিময়ে রিয়াল মাদ্রিদের যোগ দেন ওজিল। রিয়ালে তিন সিজন পার হওয়ার পর তাকে আর্সেনালের কাছে বিক্রি করে দেয় রিয়াল।

যদিও এ নিয়ে ভক্তরা রিয়াল কর্তৃপক্ষের ওপর বিরক্ত হয়। ২০১১ থেকে ১৬ পর্যন্ত মোটে পাঁচবার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পান ওজিল। সদ্য সমাপ্ত রাশিয়া বিশেকাপে জাতীয় দলের হয়ে ১১ নাম্বার জার্সিতে মাঠে নামেন এই মিডফিল্ডার। তিনি তুরস্কের বংশদ্ভুত এবং মুসলিম ধর্মের অনুসারী।


বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: