দাম কম, তবুও বিক্রি নেই!

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৮, ০৯:৫৩ এএম

আর একদিন পরই মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে এই উৎসবটি কোরবানির ঈদ নামে পরিচিত। এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই দেয়।

তবে ঈদুল আজহার উত্তাপ নেই রাজধানীর ফুটপাতের পোশাক দোকানগুলোতে। বিক্রেতারা বলছেন, রমজানের ঈদের তুলনায় কোরবানি ঈদে পোশাকের চাহিদা অনেক কম থাকে। তাই বিক্রিও অনেক কম হয়।

রবিবার (২০ আগস্ট) রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাত ঘুরে দেখা গেছে, পথচারীর সংখ্যা উল্লেখযোগ্য হলেও ক্রেতার সংখ্যা খুবই কম। রমজান ঈদের তুলনায় এবারে নতুন পোশাকে দামও কম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এতেও বিক্রি নেই তেমন।

&dquote;&dquote;প্রতি গেঞ্জি ১০০, প্রতি শার্ট ২৫০, ১৫০ টাকার গেঞ্জি ৬০, ৪০০ টাকা মূল্যের পোশাক ২৫০, ক্রেতা আকর্ষণ করতে এভাবেই হাঁকডাক তুলছেন অনেক বিক্রেতা। তাতেও যেন যথেষ্ট সাড়া নেই ক্রেতাদের।

আল আমিন নামে একজন বিক্রেতা বিডি২৪লাইভকে বলেন, ‘রমজান ঈদের আগের দিন রাতে ২৫ হাজার টাকা বিক্রি করেছি। কেউ কেউ আবার ৭০ থেকে ৮০ হাজার টাকাও পোশাক বিক্রি করেছে। কিন্তু সেই তুলনায় কোরবানি ঈদে বিক্রি অনেক কম। এখন পাঁচ হাজার টাকাও বিক্রি করতে বেগ পেতে হচ্ছে।’

&dquote;&dquote;মোহাম্মদ আবুল হাশেম নামের আরেক বিক্রেতা বিডি২৪লাইভকে বলেন, ‘এই ঈদে বিক্রি অনেক কম। মানুষ গরু-ছাগল কেনা-বেচা নিয়েই ব্যস্ত। পোশাকের চাহিদা অনেক কম, তাই বিক্রিও কম।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: