সৌদিতে অসুস্থতার ভান করে বাংলাদেশির ভিক্ষা, এরপর...

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০০ পিএম

সৌদি আরবে একটি মসজিদের পাশে অসুস্থতার ভান করে ভিক্ষা করার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে একটি প্রতারক চক্র।

এ বিষয়ে সৌদি আরবের জেদ্দা থেকে রঞ্জু আহমেদ বিডি২৪লাইভকে জানান, চলতি মাসে সুমন আলী নামে একজনকে আটকের পর প্রতারণার বিষয়টি সামনে চলে আসে। 

সম্প্রতি অসুস্থতার অভিনয় করা তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাকে সহায়তা করতে এগিয়ে যান বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা। কিন্তু, তারা তদন্ত করে দেখতে পায় একটি প্রতারক চক্রের সঙ্গে গত ৬ মাস ধরে প্রতারণার কাজ করছেন তিনি।

&dquote;&dquote; 

জানা গেছে, ১১ মাস আগে সৌদি আরবে আসেন সুমন। এরই মধ্যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের আইনে ভিক্ষা করা নিষিদ্ধ। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। 

বিডি২৪লাইভ/এসআই/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: