সড়ক থেকে ছিটকে খাদে বাস, নিহত ৪৫

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৩ পিএম

ভারতের তেলেঙ্গানা রাজ্যের  রাজ্যের জাগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ছয় শিশুও রয়েছে। 

তীর্থযাত্রীসহ পাহাড় চূড়ার শ্রী অঞ্জনেয়া স্বামী নামের একটি মন্দির থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়।

রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি ৭০ জন তীর্থযাত্রীসহ জাগতিয়াল থেকে কোন্ডাগাটুতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনায় আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: