কলম্বিয়ার বিপক্ষে ছন্নছাড়া আর্জেন্টিনা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৪ এএম

গুয়াতেমালার বিপক্ষে আগের ম্যাচে জয় পেলেও কলম্বিয়ার সাথে ড্র করে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। মেসিবিহীন ছন্নছাড়া দলটি খেলায় পরিকল্পনার ছাপ রাখতে পারেনি খুব একটা। ফলে গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলসেবিলেস্তোরা।

এদিনও আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ স্কলানি চালালেন পরীক্ষা-নিরীক্ষা। তাতে কিছুটা ভালো করেছে তার তরুণ দলটি। তবে আক্রমণ সাজিয়েও তুলে আনতে পারেনি প্রত্যাশিত স্কোর।

বাংলাদেশ সময় বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টায় খেলাটি শুরু হয়। এদিন আর্জেন্টিনার পক্ষে খেলেছেন ইকার্দি-দিবালা। তবে নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি তারা। অন্যদিকে তরুণ গঞ্জালো মার্টিনেজ, প্যালাসিও ও ট্যাগলিয়াফিকোরা ছিলো অসাধারণ। উল্লেখযোগ্য পরিবর্তন ছিল আর্জেন্টিনার রক্ষণভাগে। বিশ্বকাপে ব্যর্থতার পর দলটি এই জায়গায় বেশ উন্নতির চেষ্টা করেছে বলেই মনে হলো।

গনঞ্জালো মার্টিনেজ, ইকার্দি ও মাক্সি মেজায় মেসায় গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ শুরু থেকে চেপে ধরে কলম্বিয়াকে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রচেষ্টাগুলো ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ অসপিনা। প্রথম ২৪ মিনিটে আর্জেন্টিনা লক্ষ্যে শট নেয় তিনটি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে দিবালা মাঠে আসার পর আক্রমণের ধার বাড়ে আর্জেন্টিনার। ডিফেন্সিভ মিডফিল্ডার জিওভানি লো সেলসোর জায়গায় মাঠে আসেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্তিয়ান পাভোন। তার ক্রসে ৭২তম মিনিটে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি ইকার্দি। কলম্বিয়াও ভালো পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনার গোলরক্ষক আরমানির। সে পরীক্ষায়ও পাশ করেছে আর্জেন্টিনার এই গোলরক্ষক।

বিডি২৪লাইভ/এএআই/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: