পাকিস্তানের বোলিং তোপে বিপর্যয়ে হংকং

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৫ পিএম

পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণে শুরু থেকেই চাপের মুখে রয়েছে হংকং। টপ অর্ডারে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দুর্বল দলটি। এর আগে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হংকং। 

শুরুতে ভালো ইঙ্গিত দিলেও দলীয় ১৭ রানের মাথায় রান আউট হন ওপেনার নিজাকাত খান। করেছেন ১১ বলে ১৩ রান। এরপরই বিপর্যয়ের শুরু। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে হংকংয়ের। অধিনায়ক অংশুমান রাঠ ভালো শুরু করলেও ব্যক্তিগত ১৯ রানে তাকে ফিরিয়ে দেন পেসার ফাহিম আশরাফ। এরপর ক্রিস্টোফার কার্টার ফিরেছেন হাসান আলির বলে। করতে পেরেছেন মাত্র ২ রান। এরপরই শাদাব খানের স্পিন ম্যাজিকে প্যাভিলিয়নে ফিরেছেন বাবর হায়াত ও এহসান খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত হংকংয়ের সংগ্রহ ১৮ ওভারে উইকেট ৫ উইকেট হারিয়ে ৪৮ রান।     

সংক্ষিপ্ত স্কোর: হংকং ৪৮/৫ (১৮ ওভারে)
অংশুমান রাঠ ১৯, নিজাকাত ১৩
শাদাব ২/০

দুইদলের একাদশ:

পাকিস্তান: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মাদ আমির, হাসান আলি ও উসমান খান।

হংকং: নিজাকাত খান, অংশুমান রাঠ (অধিনায়ক), বাবর হায়াত, কেডি শাহ, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, আইজাজ খান, ম্যাককেনি, তানবির আফজাল, নাদিম আহমেদ।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: