তামিমকে নিয়ে যা বলল তার মা!

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৪ এএম

চলতি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই দেশ সেরা ওপেনার তামিম ইকবালের অনেক স্বপ্ন শেষ হয়ে গেছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই তামিমের স্বপ্নের মৃত্যু হয়। ডাক্তারি পরীক্ষা শেষে এমনটাই ভাবতে সাহায্য করেছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে তামিমকেও। বাদ যাননি টাইগার ওপেনার তামিম ইকবালের মাও।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চোট পান তামিম। এর পরের কথা সবারই জানা। মাঠ থেকে সরাসরি হাসপাতালে যেতে হয় তাকে। স্ক্যান করার পর জানা যায়, বাঁ-হাতের আঙুল ভেঙে গেছে। ফলে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। অথচ দলের জন্য দেশের জন্য কিনা ২ ঘণ্টা পরই ব্যান্ডেজ নিয়ে ব্যাট হাতে ক্রিজে নামলেন তামিম। এই দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমী তো পুরাই অবাক!

শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙ্গা কবজি নিয়ে মাঠে নামায় দেশবাসীসহ পুরো ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। দেশের জন্য তামিম ইকবালের এমন দুঃসাহসিক কাজে গর্বিত তার মা নুসরাত ইকবাল এবং প্রাক্তন কোচও।

কিন্তু, তামিম ইকবালকে নিয়ে এক সময় ব্যাঙ্গাত্মক ট্রল, আর তার ব্যক্তিগত জীবনের সঙ্গে মাঠের খেলার বাজে পারফরম্যান্স মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের বিষোদগার ছিল নিত্য দিনের কার্যকলাপ।

একটা সময় গিয়ে মাঠের খেলায় বদলে যেতে থাকে তামিমের আগ্রাসী রূপ, ধীরস্থির ব্যাটিংয়ের সঙ্গে দায়িত্বশীল আচরণে কোটি ভক্তদের মন জয় করে নেন তিনি।

এবার সব কিছুকেই ছাড়িয়ে গেলেন তামিম। ভাঙ্গা কবজি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে ক্রিকেটপ্রেমী, দেশবাসীসহ পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিলেন তিনি।

যখন ক্রিকইনফো আর ক্রিকবাজের সংবাদে বলছে, ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন তামিম ইকবাল, ঠিক তখনই দলের প্রয়োজনে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটালেন তিনি। দল ও দেশের প্রতি তামিমের এই আত্ম-নিবেদন বিস্মিত করেছে তার সাবেক কোচকে।

এ বিষয়ে তামিমের সাবেক কোচ তপন দত্ত বলেন, ‘আমি তার ছোটবেলা থেকেই দেখেছি ওর এই ফোর্সটা বেশি। দেশপ্রেম আছে বিধায়, টিমফ্লুয়েন্স আছে বিধায় সে মাঠে নেমে গেছে। মনের জোরটা ওর অনেক বেশি।’

এদিকে, প্রিয় ছেলেকে নিয়ে গর্বিত মা নুসরাত ইকবাল।

‘দুই ছেলেকে নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে আমি খুবই গর্বিত। দোয়া করি যেন দেশের প্রত্যেকটা ছেলে দেশের জন্য এমনটা করুক যেটা আমার ছেলে প্রুফ করেছে। ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বিশ্বের মানুষ বাংলাদেশকে দেখছে।’ এমনটাই বলেন, তামিম ইকবালে মা।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: