লজ্জাজনক হারের পর যা বললেন মাশরাফি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৩ এএম

এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ১৩৬ রানে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। এরকম পরাজয়ের ব্যাখ্যা দেয়া কঠিন। তারপরও বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন আফগানদের ভালো পারফর্ম্যান্সের কথা। একই সাথে নিজেদের দুর্বলতা স্বীকার করে বললেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। অন্যদিকে আফগানিস্তান অনেক ভালো খেলেছে। শেষ ১০ ওভারে ওদের ব্যাটিং খুব ভালো ছিল একই সাথে তারা দুর্দান্ত বোলিং করেছে।’ 

নিজেদের পুরো শক্তি নিয়ে না নামতে পারার আক্ষেপও ঝরল তার কন্ঠে, ‘আসলে তামিমকে হারানোটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। ও দেশে চলে গেছে। এদিকে মুশফিক বিশ্রামে ছিল। সবমিলিয়ে আজ অনেক কিছুই আমাদের পক্ষে ছিল না।’ 

ভারতের সাথে ম্যাচ নিয়ে জানালেন আশাবাদ, ‘আমরা চেষ্টা করব ভালো খেলার। তবে সত্যি বলতে কী, পরপর দুইটি ম্যাচে খেলা খুব কঠিন। তার উপর ভারতের সাথে খেলা সহজ হবে না। এরকম গুরুত্বপূর্ণ খেলার আগে বিশ্রাম না পাওয়াটা আমাদের জন্য নেতিবাচক। তবে আমরা অভিযোগ করতে চাই না। সব ভুলে আমরা ভারতের বিপক্ষে ভালো খেলতে চাই।’   

বিডি২৪লাইভ/এএআই 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: