শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২০ পিএম

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাতক্ষীরার ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর প্রমুখ।

&dquote;&dquote;

ফিতা কেটে গুড়পুকুর মেলা উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ছবি: প্রতিনিধি।

এ বছর মেলায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে রয়েছে ২শ টির মনোহরি পণ্যের স্টল। এছাড়া আশপাশে লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, পলাশপোল স্কুল হতে খুলনা রোডের মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে নার্সারী দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা, বিভিন্ন প্রকার মিষ্টির দোকান রয়েছে।

এবার মেলায় সার্কাস, জুয়া, হাউজি, লটারী, র‌্যাফেল ড্র, লাকিকূপন, ফড়, চরকি, যাত্রাগান, পুতুল নাচ বন্ধ থাকবে।


বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: