বোমা হামলা, যুবলীগ নেতাসহ আহত-৩

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১২:৫৮ এএম

যশোরের ঝিকরগাছার মির্জাপুরে যুবলীগ নেতার উপর বোমা হামলা চালিয়েছে দুর্বত্তরা। এ ঘটনা ঘটে শুক্রবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে। মির্জাপুর থেকে বাড়ি ফেরার সময় ঈদগাহ পাশ্ববর্তী এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত ভ্যানগাড়ি লক্ষ করে দুটি হাত বোমা নিক্ষেপ করে।

আহতদের বাড়ি শার্শার উলাশী ও ঝিকরগাছা উপজেলার নির্বাশখোলা গ্রামে।

স্থানীয়রা জানান, বোমা হামলায় উলাশী গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে যুবলীগ নেতা শরিফুল ইসলাম পিপুল (৪২), তার সঙ্গী সাইদুল ইসলামের ছেলে আব্দুল ওহাব (৩৫) ও ভ্যান চালক নির্বাসখোলা গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

অনেকের মতে, শার্শার নীলকুঠি জঙ্গল পার্ক নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে।

শার্শা থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: