হার্ডিঞ্জ ব্রিজে গার্ডারের ধাক্কায় ৬ ট্রেনযাত্রী নিহত

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩০ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা ছয় যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঈশ্বরদীর পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাকিম (১৭) বগুড়ার শৈলগাড়ি গ্রামের হফিজার রহমানের ছেলে ও শিবগঞ্জের জালাদুদ্দিনের ছেলে রবিউল (২০)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরে আন্তঃনগর চিত্রাই এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। পাকশি ও ভেড়ামাড়া সংযোগ হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় ছয়জনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো কয়েকজন। তাদের পাকশি কুষ্টিয়া ও ভোরামারার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: