বিএনপির ইশতেহার তরুণদের সাথে প্রতারণা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ পিএম

বিএনপির ইশতেহারে তরুণ সমাজকে বিভ্রান্তিতে ফেলার জন্যে বয়সসীমা তুলে নেওয়া হয়েছে। এই ইশতেহারে তরুণদের সাথে প্রতারণা করা হয়েছে। এর ফলে বেকারত্ব আরও বাড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যারা ছিল তারা মনোনয়ন প্রত্যহার করে নিয়েছে। বাকি যে কয়েকজন আছে তারাও দুই একদিনের মধ্যে তুলে নিবেন।

তিনি আরও বলেন, আমারা এখনও কাউকে বহিষ্কার করিনি। আমারা তাদেরকে সুযোগ দিচ্ছি সময় হলে তারাও প্রত্যাহার করে নেবে।

বিডি২৪লাইভ/এসবি/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: