আপনি কোন কেন্দ্রের ভোটার, জেনে নিন অনলাইনে

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:১৯ পিএম

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে ৩০০টি আসনে প্রায় ১০ কোটির বেশি ভোটার ভোটকার্যে অংশ নেবেন। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট কার্যক্রম চলবে। 

ভোট প্রদানের জন্য আপনাকে কোন কেন্দ্রে যেতে হবে সেটি আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন অনলাইনের মাধ্যমে।

অনলাইনে ভোট কেন্দ্রের তথ্য জানতে services.nidw.gov.bd/voter_center এই ঠিকানায় প্রবেশ করুন।

নির্ধারিত ফরমের প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম্বার লিখুন। এনআইডি না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার লিখুন।

দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বক্সে লিখে 'ভোটার তথ্য দেখুন' বাটনে ক্লিক করুন।

সঠিক ভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নাম্বার দেখতে পাবেন।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: