টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯, ০১:৩২ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এর আগে চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে থেকেই সিলেট পর্বে নামছে শক্তিশালী ঢাকা। অপরদিকে প্রতিপক্ষ রাজশাহী কিংস পঞ্চম স্থানে রয়েছে।

শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

কাগজে কলমে শক্তিশালী সাকিব আল হাসানের দল। পাঁচ ম্যাচে রাজশাহী কিংস জিতেছে মোটে ২টিতে, হেরেছে ৩টি।

এক নাম্বার দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তাই আজ কঠিন পরীক্ষাতেই পড়তে হবে মিরাজের রাজশাহী কিংসকে।

আজকের ম্যাচে মুমিনুল হক, সৌম্য সরকার, লরি ইভানসের বদলে সেকুগে প্রসন্ন, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিসকে দলে নিয়েছে রাজশাহী।

অন্যদিকে, ইনজুরির কারণে শুভাগত হোমের জায়গায় ঢাকার দলে যোগ দিয়েছেন আসিফ হাসান।

ঢাকা ডাইনামাইটস একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, নুরুল হাসান (উইকেট কিপার), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, আসিফ হাসান, রুবেল হোসেন ও আলিস আল ইসলাম।

রাজশাহী কিংস একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, ক্রিস্টিয়ান জংকার, জাকির হাসান, রায়ান টেন ডেসকাটে, সেকুগে প্রসন্ন, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাটে, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: