ফৌজদারহাটে তেলের ডিপোতে আগুন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯, ০২:৪৮ পিএম

চট্টগ্রামের ফৌজদারহাটের একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

জানা গেছে, সীতাকুণ্ডের ফৌজদার হাট আব্দুল্লাহর ঘাটা এলাকা ওই তেলের ডিপোতে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী একটি গাড়ির শো রুমসহ আশেপাশের অন্যান্য স্থাপনায়।

আজ বুধবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত হয়ে সে সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, তেলের ডিপোতে লাগা আগুন বর্তমানে ডিপুর পাশে টাটা মোটরস ও বড়তাকিয়া মোটরস এ গাড়ির শো-রুমে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি এবং নৌ বাহিনীর একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী জসিম উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, ফৌজদারহাটে তেলের ডিপোতে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।

বিডি২৪লাইভ/এজে/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: