ইবিতে আন্ত:বিভাগীয় ইনডোর গেমস শুরু

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯, ০৬:৩৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত:বিভাগ ও আন্ত:হল ইনডোর গেমস-২০১৯ (ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল) শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার (২২ জানুয়ারী) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে এ গেমস শুরু হয়। 

এর আগে সকাল ১১টায় ‘আন্ত:বিভাগ ও আন্ত:হল ইনডোর গেমস-২০১৯’ এর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। 

এরপর উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং মার্কেটিং বিভাগের মধ্যে ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়।

এবছর ইনডোর গেমসে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩টি বিভাগ ও ৮টি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

ক্রীড়া উপ-কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে ইনডোর গেমস-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর আসকারী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল।

শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. আনিছুর রহমান প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: