প্রধানমন্ত্রীর কাছে রাজ্জাকের ছেলের অনুরোধ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯, ০১:১২ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নায়ক ও বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের জন্মদিনে প্রধানমন্ত্রীর কাছে বাবার স্মৃতি রক্ষার জন্য কিছু করুন, অন্যথায় তার স্মৃতি হারিয়ে যাবে বলে অনুরোধ করেছেন ছেলে সম্রাট। 

বুধবার (২৩ জানুয়ারি) নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুর পর এদিন ছিল দ্বিতীয় জন্মদিন। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি মারা গেছেন। 

ছোট্ট ছেলে সম্রাট বলেন, বাবার জন্মদিন পালন করা হতো বেশ ঘটা করেই। কাউকে দাওয়াত করার দরকার হতো না। বন্ধুমহল, ভক্তবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিরা জন্মদিনে নায়কের বাড়িতে হাজির হতেন। চলতো রান্না-বান্নাসহ নানা আয়োজন।

এভাবেই বাবার জন্মদিনের এমন স্মৃতির কথা গণমাধ্যমকে জানালেন রাজ্জাকের ছোট ছেলে সম্রাট।

তিনি বলেন, ‘আব্বার জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে যেত আগের দিন বিকেল থেকে। সকাল থেকে বাসায় মানুষজনের ভিড় লেগে থাকত। শেষ হতো পরদিন দুপুরে।’

কিন্তু নায়ক রাজের মৃত্যুর পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে বলে জানিয়েছেন সম্রাট। তিনি বলেন, ‘এখন আর কেউ খোঁজ নেয় না, আসা তো দূরের কথা। আমার মনে হয়, এটাই বাস্তব। আমরা এই কঠিন বাস্তবকে মেনে নিয়েছি।’

রাজ্জাকের স্মৃতি ধরে রাখার জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছেন সম্রাট। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাকে অনুরোধ করছি, প্লিজ, নায়করাজ রাজ্জাকের স্মৃতি রক্ষার জন্য কিছু করুন। যদি তার স্মৃতি সংরক্ষণ করা সম্ভব না হয়, তাহলে তিনি দ্রুত হারিয়ে যাবেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন। চলচ্চিত্রে তার অনেক অবদান রয়েছে। এমন কিছু করুন, যাতে এই দেশের মানুষের মধ্যে তিনি বেঁচে থাকতে পারেন।’

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: