ব্যাংকিং সেক্টরকে নাজুক করে দেয়া হয়েছে: হাইকোর্ট

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৬ পিএম

ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ব্যাংকের টাকা উদ্ধারে কেন কমিশন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর সাথে জড়িত ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের চিহ্নিত করে তাদের তালিকা করারও নির্দেশ দেন হয়েছে।ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের চিহ্নিত করে টাকা উদ্ধারে আইনগত কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়ে একটি রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সাথে এই টাকা উদ্ধারে কেনো কমিশন গঠনে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে কেনো নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আদালত বলেন, ব্যাংকিং সেক্টরকে ইতিমধ্যে নাজুক করে দেয়া হয়েছে, অতিসত্বর এটা বন্ধ করতে হবে। এটা এভাবে চলতে দেয়া যায় না বলেও মন্তব্য করেছেন আদালত।

বিডি২৪লাইভ/এসবি/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: