মোদির সামনে নারী মন্ত্রীর কোমরে আরেক মন্ত্রীর হাত! (ভিডিও)

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫০ পিএম

মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ত্রিপুরায় বিজেপির এক মন্ত্রীকে দেখা গেল একজন নারী মন্ত্রীর কোমর ধরে টানাটানি করতে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে ত্রিপুরায় প্রধান বিরোধী দল বামেরা আওয়াজ তুলেছে, কেন অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করা হবে না?

বামেরা সোমবার (১১ ফেব্রুয়ারি) দাবি জানায়, মনোজকান্তি দেব নামে ওই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে। কারণ তিনি শনিবার মঞ্চে উপস্থিত একজন নারী মন্ত্রীকে অশালীন ভাবে স্পর্শ করেছেন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিজেপির ওই অনুষ্ঠানে মঞ্চে নারী মন্ত্রীর কোমরে হাত দেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ফুটেজে দেখা যায়, ত্রিপুরার সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমার কোমর হাত দিয়ে তাকে টানছেন একই রাজ্যের আরেক মন্ত্রী মনোজকান্তি দেব।

এদিকে ত্রিপুরার নারী মন্ত্রী সান্ত্বনা চাকমার কোমরে হাত দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মনোজকান্তি দেব। এছাড়াও রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির দাবি, ‘এই পুরো বিষয়টি বামদের পক্ষ থেকে অপপ্রচার এবং চরিত্র হননের চেষ্টা ছাড়া কিছুই না’। একই বিষয়ে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ‘বাম দলগুলোর আপাতত বিজেপির বিরুদ্ধে ইস্যু তৈরি করা ছাড়া আর কোনো কাজ নেই। তাই তারা ত্রিপুরার মন্ত্রীদের চরিত্র হননের চেষ্টায় নেমেছে।’

বিজেপির মুখপত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ‘বাম দলগুলোর আপাতত বিজেপির বিরুদ্ধে অযথা বিষয় নিয়ে ইস্যু করা ছাড়া আর কোনো কাজ নেই, তাই তারা বিজেপি মন্ত্রীদের চরিত্র হননের চেষ্টায় নেমেছেন।’

তার আরও প্রশ্ন, ‘আমাদের ওই মহিলা মন্ত্রী কি কোনো রকম বক্তব্য রেখেছেন? এই নিয়ে কোনো অভিযোগ করেছেন? তা হলে বাম দলগুলো কেন এ বিষয়টা নিয়ে পানি ঘোলা করে নোংরা রাজনীতির খেলা খেলছে?’

ভাইরাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: