৫ শতাধিক শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৩ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ে সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ৫ শতাধিক শিক্ষার্থী দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে।

নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) এর পৃষ্ঠপোষকতায় গঠিত ইয়েস ফ্রেন্ডস গ্রুপের আয়োজনে বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী শপথ  গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠের পূর্বে ইয়েস ফেন্ডস গ্রুপ আয়োজিত দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা ও শপথ অনুষ্ঠান উপলক্ষে সনাকের সহ-সভাপতি এন এম সাদরুল আহসানের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামান, সনাক সদস্য মশিউর রহমান, কোহিনূর রুমা, প্রধান শিক্ষক  মোফাজ্জল হোসেন, টিআইবির এরিয়া ম্যানেজর আতিকুর রহমান সুমন, ইয়েস গ্রুপের দলনেতা কৌশিক ইকবাল আকাশ, ইয়েস সদস্য আবু সাঈদ এবং শিক্ষার্থীদের পক্ষে মোফাজ্জল হোসেন ও রুমা আক্তার বক্তব্য রাখেন। আলোচনা সভার পর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: