মাদকবিরোধী অভিযানে ৫ দিনে আটক ৩৭৬

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই দিনে ১০০ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম (বিপিএম-পিপিএম)র নির্দেশে-

জেলাকে মাদকমুক্ত ও আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান। 

এসআই জাহিদ জানান, গত রবিবার জেলার বিভিন্ন এলাকায় রাতব্যাপি চলা বিশেষ অভিযানে ৬০ জন মাদকসেবীকে আটক হয়। এসময় তাদের নিকট হতে ১৪৫ পিচ ইয়াবা, ৮ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার হয়। 

পরদিন সোমবার রাতের চলা বিশেষ অভিযানে আরও ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

সপ্তাহব্যাপি চলমান এ মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত সর্বমোট আটকের সংখ্যা- ৩৭৬ জন। 
 
বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: