দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫২ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শিমুলিয়ার বিআইডাব্লিউটিসি'র সহ মহাব্যবস্থাপক (বানিজ্য) মো: সৈয়দ বরকত উল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে  রাত ৪ টা থেকে ফেরি চলাচলের অনুপযোগী  হয়ে পরলে আমরা দূর্ঘটনা এড়াতে  ফেরি চলাচল বন্ধ  করে দেই। আবার  কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ঘন কুয়াশায় দূর্ঘটনা এড়াতে মাঝ নদীতে নোঙ্গর করেছে ৪ টি ফেরি। 

তিনি আরো জানান, ঘন কুয়াশার ফলে ঘাটে প্রায় ছোট বড় মিলে প্রায় তিন শতাধিক গাড়ি ও পন্যবাহি ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: