ব্যাডেন পাওয়েলের ১৬২তম জন্মদিন পালিত

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৭ পিএম

হারুন-অর-রশীদ,
ফরিদপুর থেকে:

দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠবিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে স্কাউটিং আন্দোলনের জনক ব্যাডেন পাওয়েল এর ১৬২তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সরকারি রাজেন্দ্র কলেজ রোভার গ্রুপের আয়োজনে এ জন্মদিন উদযাপন করা হয়। 

সরকারি রাজেন্দ্র কলেজ রোভার গ্রুপের সম্পাদক রেজভী জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।

এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি মিথুন কর্মকার, জিএস মোঃ মাসুম মিয়া প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথি কেক কেটে দিবসের কর্মসূচী শুরু করেন। অনুষ্ঠানে রোভার স্কাউটের সদস্যগণ বেশ কয়েকটি কোরিওগ্রাফি ও গণসচেতনতামূলক নাটিকা উপস্থাপন করেন। অনুষ্ঠানে রোভার সদস্যগণ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১  বাস্তবায়নে সেবার আদর্শেকে বেগবান করার শপথ গ্রহণ করেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: