লক্ষ্মীপুরে ১৮ জেলের জেল জরিমানা

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৪:০৭ পিএম

ইসমাইল হোসেন রবিন,
লক্ষ্মীপুর থেকে:

লক্ষ্মীপুরেরর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ৪ জেলের কারাদন্ড ও ১৪ জনের জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাতে সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাহমিদা মোস্তফা।

এ সময় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে আরো ১৯ জন শিশু জেলেকে ছেড়ে দেওয়া হয়। আটকৃতরা  সবাই ভোলা ও লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা।

জানা যায়, সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে কোষ্টগার্ড, মৎস বিভাগ ও নৌ-পুলিশ। এসময় ইঞ্জিন চালিত ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফার নেতৃত্বে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, আইন অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে কোষ্টগার্ড, মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে কারাদন্ড এবং ১৪ জেলেকে ৩ হাজার করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান ও জেল জরিমান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয় মৎস কর্মকর্তা সরওয়ার জামান, কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাহ জামাল।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: