১০ টাকার কয়েলে ৩ লাখ টাকার ক্ষতি!

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৪:৪৪ পিএম

বগুড়ার ধুনটে কৃষকের গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুনে দগ্ধ হয়ে ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার অলোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম অন্যান্য দিনের ন্যায় শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে রাখে।

পরে ভোর বেলায় কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডে গোয়াল ঘর ভষ্মিভূত হয়। এতে ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: