‘কত শতাংশ ভোট পড়েছে তা ব্যাপার না’

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৬:৩২ পিএম

নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা কোন ব্যাপার না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।

আজ রবিবার (২৪ মার্চ) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, পার্সেন্টেজ ইজ নট ম্যাটার। পার্সেন্টিজ কত হলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বিষয়টি হলো শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে ৪৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি ছাড়া বাকি উপজেলাগুলোর ফলাফলে ৪৫ শতাংশ ভোট পড়েছে। এবারের নির্বাচনেও আমরা ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়বে বলে আমরা আশা করছি।

নির্বাচনে ভোট কম পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচনে একটি জোট অংশগ্রহণ করেনি। তাদের ভোটাররা কেন্দ্রে আসেনি। আবার ওই জোটে ভোটারদের কেন্দ্রে না আসার বিষয় প্রচারণা রয়েছে। সেটিরও প্রভাব রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে এমন কোন আইন নেই, যে কত শতাংশ ভোট পড়লে এটা গ্রহণযোগ্যতা পাবে, কি পাবে না।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: