ময়মনসিংহে হত্যা মামলায় ২ জনের ফাঁসির রায়

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৪:৩৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মরাজের মা (৬০) হত্যাকান্ডের ঘটনায় দুইজনের ফাঁসির রায় দিয়েছেন স্পেশাল জজ আদালতের বিচার এহসানুল হক। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেয়া হয়। 

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হল- আব্দুল হেলিম (৪২), আবুল কাশেম (৪০) এ ছাড়াও আব্দুল আজিজ এবং খোকন মিয়াকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বলেন, ২০০৩ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আসামিরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে মরাজের মা’কে কুপিয়ে হত্যা করে। 

ওই দিন নিহতের ছেলে আব্দুস সালাম ৩৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত ২৯ জনের নামে চার্জশীট প্রদান করে।

এ মামলায় দুইজনকে ফাঁসি এবং দুইজনকে তিন বছরের সাজা দিলেও ২৫ জনকে খালাস দেয় বিচারক। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: