ঝিনাইগাতীতে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৪:০০ এএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস’ এর উদ্যোগে এসব উপকরণ তুলে দেওয়া হয়। 

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডপস প্রতিষ্ঠতা সেনা সদস্য শাহিন মিয়া, বিএসপি।

বক্তব্য দেন ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ, সহকারী শিক্ষক হারুন উর রশিদ, অভিবাবক রফিকুল ইসলাম, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী মো. জাহিদুল হক মনির প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: