বিশ্বের নানা দেশের রোজার প্রথম দিন (ছবিসহ)

প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১১:১৩ এএম

শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রোজা বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ।

মঙ্গলবার (৭ মে) থেকে বাংলাদেশে রোজা শুরু হয়েছে। আর সোমবার (৬ মে) রাত থেকেই তারাবিহ নামাজ শুরু হয়েছে।

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় অবশ্য সোমবার থেকে রোজা শুরু হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরু হয়েছে সোমবার থেকেই। এছাড়া রমজানকে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন ভাবে। ছবিতে মুসলিমদের নানা তৎপরতা উঠে এসেছে। রোজায় মুসলিমরা দিনের সময়ে খাদ্য বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকে।

সম্প্রতি বিবিসি বাংলা বিশ্বের বিভিন্ন দেশের রমজানের উপর মুসলিমদের ছবি সহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন দেখে নেয়া যাক-

&dquote;&dquote;ইরাকে নামাজ পড়ছে মুসল্লিরা।

&dquote;&dquote;আফগানিস্তানে একজন হকার মিস্টি বানাচ্ছেন যা সেহরী ও ইফতারে সেখানে খুবই জনপ্রিয়।

&dquote;&dquote;ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার একটি মসজিদ। দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা আছে।

&dquote;&dquote;জর্ডানের আম্মানে চাঁদের মতো আলোকসজ্জা।

&dquote;&dquote;রোজার প্রথম দিনে ইন্দোনেশিয়ায় কোরান পড়ার দৃশ্য।

&dquote;&dquote;নেদারল্যান্ডসের একটি মসজিদে মুসলিমদের প্রার্থনা।

&dquote;&dquote;রমজানের আগমন উপলক্ষ্যে এমন ফানুস ওড়ানোর প্রচলন রয়েছে সারাজেভোতে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: