চিকিৎসার জন্য শিক্ষার্থীকে ১ লক্ষ টাকা অনুদান

প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৮:০০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের (৪৬ ব্যাচ) আরেফিন শেখ নামে এক শিক্ষার্থীকে চোখের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের আফম কামালউদ্দিন হল অফিসে প্রাধ্যক্ষ আসম ফিরোজ উল হাসান আরেফিন শেখের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন। ভূক্তভোগী শিক্ষার্থী আফম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছর কোটা সংস্কারের আন্দোলেন সময় বাম চোখে প্রচন্ড আঘাত পান আরেফিন শেখ। পরে আহত অবস্থায় তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন সুচিকিৎসা শেষে সুস্থ হয়ে হন তিনি। এরপর অসুস্থ আরেফিন শেখের আর্থিক দিক বিবেচনা করে সাহায্যর হাত বাড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ বিষয়ে প্রাধ্যক্ষ ফিরোজ উল হাসান বলেন, অসুস্থ আরেফিন শেখের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রশাসন তাকে এ অনুদান দেয়। সে যেহেতু কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র। তাই হল অফিসের মাধ্যমে তাকে এ অনুদান দেওয়া হয়।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: