স্বেচ্ছায় শারিরীক সম্পর্কে জড়িয়েছিল হ্যাপি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৪, ০৩:৩৪ এএম

অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর শরীরে জোরপূর্বক ধর্ষণের কোন আলামত পায়নি ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ।বুধবার বিভাগ থেকে পুলিশকে দেয়া প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই আল মামুন।

তিনি জানান, প্রতিবেদনে হ্যাপির শরীরে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। তবে, কারও সঙ্গে সে শারিরীক সম্পর্কে জড়য়েছিল। সে ব্যক্তি আসলেই রুবেল কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নি।

মিরপুর থানার এসআই ও এই মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, ফরেনসিক বিভাগ থেকে প্রতিবেদন হাতে পেয়েছি। এখন তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির‌্যাতন মামলা দায়ের করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী। এরপরদিন তাকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠায় পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: