আরেফিন শুভর ‘শুভ-বিবাহ’

নাহিদ ইমন,
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম:
সময়ের জনপ্রিয় অভিনেতা হিসাবে আরেফিন শুভকে কে-না চেনে?আরেফিন শুভ মিডিয়াতে প্রথম জীবনে আর জে (রেডিও জকি)র্যাম্প মডেলিং দি্যে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি বহু নাটক-টেলিফিল্মে অভিনয় করে দর্শকের নজরে আসেন এবং তুমুল জনপ্রিয়তা লাভ করেন।
এরপর শুভ পা রাখেন চলচ্চিত্র অঙ্গনে। খিজির হায়াত খানের পরিচালনায় ‘জাগো’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আর্বিভাব ঘটে শুভর। এরপর মুস্তফা কামাল রাজের ‘ছায়াছবি’ দেবাশীষ বিশ্বাসের‘ভালবাসা জিন্দাবাদ’ সাফি উদ্দিনের ‘পূর্নদৈর্ঘ প্রেম কাহিনী’ইফতেখার মাহামুদের ‘অগ্নি’ আশিকুর রহমানের ‘কিস্তিমাত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বিভিন্ন রুপে রুপালি পর্দায় দর্শকদের সামনে নিজের অভিনয়ের দক্ষতা প্রতিনিয়ত তুলে ধরেছেন শুভ।
বিজ্ঞাপন, নাটক ও সিনেমা এই তিন ক্ষেত্রে শুভ বরাবরই পটূ। শুভর নজরকাড়া সুঠাম দেহ এবং প্রানবন্ত অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে জয় করেছেন হাজারো তরুণীর মন। অনেকে মনে করেন-আরেফিন শুভ একদিন শাকিব খানকে হটিয়ে নিজেই বাংলা চলচ্চিত্রের এক নম্বর নায়কের আসনে অধিষ্ঠিত হবেন এবং সে দিন আর হয়তো বেশি দূরে নয়।
তবে হালের জনপ্রিয় ক্রেস আরেফিন শুভ হাজারো তরুণীর মুখের হাসি কেড়ে নিয়ে অবশেষে ব্যাচেলর জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন এ মাসেই! শুভ এমনটিই জানিয়েছেন বিডি টুয়েন্টিফোর লাইভকে। তিনি বলেন, বিয়ের ব্যাপারে আমি প্রচন্ড শিহরিত, আগামী জীবনের জন্য সকলের কাছে দোয়া চাই।
কাকে বিয়ে করতে যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে শুভ বলেন, পাত্রীর নাম অর্পিতা সমাদ্দার, ছোটবেলা থেকে সে ইন্ডিয়াতে বড় হয়েছে কিন্তু বর্তমানে সে ঢাকায় একটি বেসরকারী ফ্যাশান হাউজে কর্মরত আছেন এবং আমাদের দুই পরিবারের সম্মতিক্রমেই বিয়েটা হচ্ছে।
কবে নাগাদ বিয়ে করছেন জানতে চাইলে তিনি বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারী ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হবে আর আজই অর্পিতার পারিবারিক এক অনুষ্ঠানে আমি ও আমার বড় ভাই কোলকাতা যাচ্ছি।
বাস্তব জীবনে আরেফিন শুভ নিজের আগামী দাম্পত্য জীবনের জন্য তার সকল ভক্ত শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: