মন্দিরের ভিতর নগ্ন ছবি তুলে গ্রেফতার দুই বোন

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ০৫:১৪ এএম

লিন্ডসে অ্যাডাম ও তাঁর বোন লেসলি, বেড়াতে গিয়েছিলেন আঙ্কোরে, কম্বোডিয়ার সবথেকে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনে । মন্দিরে বেড়ানোর সময় ছবি তুলতে গিয়েছিলেন দু’জনে । কিন্তু সেই ছবির ‘পোজ’ অশালীন বলে অভিযোগ তোলেন অপ্সরা কর্তৃপক্ষের মুখপাত্র চাও সুন কের্যা । মন্দিরের ভিতর নাকি দুই বোনই অন্তর্বাস খুলে পশ্চাদেশের ছবি তুলতে গিয়েছিলেন । মন্দিরের রীতি-রেওয়াজের সঙ্গে এই আচরণ অত্যন্ত বেমানান ও ঘৃন্য, এই অভিযোগে মন্দির কর্তৃপক্ষ দুই বোনকেই পুলিশের হাতে তুলে দেন ।

কম্বোডিয়ার স্থানীয় সংবাদপত্র এক্সপাটস অনলাইন জানিয়েছেন, দুই বোনকেই পর্নোগ্রাফির দায়ে গ্রেফতার করা হয়েছে । তাদের ছ’মাসের জন্য কারাদন্ডের পাশাপাশি ২৫০ ডলার করে জরিমানাও হয়েছে । এই নিয়ে দ্বিতীয়বার আঙ্কোরের মন্দিরের ভিতর নগ্ন অবস্থায় পর্যটকদের গ্রেফতার করা হল ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: