১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে । এবার গড় পাসের হার ৩১.৭৩ শতাংশ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।
এবারের পরীক্ষায় তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে মোট ৩ লাখ ৫৬ হাজার ৯৬২ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৯৭ জন।
প্রকাশিত ফলাফলে পাসের গড় হার ৩১.৭৩%। স্কুল পর্যায়ে পাসের হার ২৮.৬২%, স্কুল পর্যায়-২-এ পাশের হার-১৩.০১% এবং কলেজ পর্যায়ে পাসের হার ৪০.৩৯%। গত ৩০ ও ৩১ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, ৩০ ও ৩১ মে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্য়ায়ে ২৩টি, স্কুল পর্যায়-২-এ ২৪টি এবং কলেজ পর্যায়ে ৩৫ টিসহ মোট ৮২টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লি.SMS এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেবে।
বহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: