গরমে ছেলেদের জুতোর ফ্যাশন

গরমকালে জুতো নিয়ে সব চাইতে বেশি যন্ত্রণায় পড়া হয়। বেশি ঢাকা জুতো পড়া যায় না গরমের কারণে। আবার খোলা স্যান্ডেল জাতীয় জুতোও পড়া সম্ভব হয় না কারণ রোদে পা পুড়ে কালো হয়ে যাওয়ার ভয় থাকে। তাই জুতো নির্বাচনে বিপদে পড়তে হয়।
বিশেষ করে ছেলেরা ঝামেলায় বেশি পড়েন। মেয়েরা যে কোনো পোশাকের সাথে ইচ্ছে হলেই স্যান্ডেল জাতীয় জুতো পড়তে পারেন আবার খোলামেলা হিল জুতোও পড়তে পারেন। কিন্তু ছেলেরা? ছেলেদের জন্য স্যান্ডেল ধরণের জুতো পড়তে আরামদায়ক হলেও সব স্থানে এই ধরণের জুতো পড়া সম্ভব হয় না।
অফিস কিংবা সেরকম কোনো স্থানে ফর্মাল পোশাক পড়লে সাথে তো জুতো পড়তেই হয়। এছাড়াও পোশাকে ধরণের সাথেও জুতোটা মানানসই হওয়া চাই। তাহলে কি করা উচিৎ? চলুন তবে দেখে নেয়া যাক এই গরমে আরাম পেতে ছেলেরা যে ধরণের জুতো পছন্দ করতে পারেন।
এসপাড্রিলস
গরমের জন্য আরামদায়ক এই জুতোটি যে কোনো পোশাকের সাথে বেশ ভালো মানিয়ে যায়। নরম পাটের সোলের এই জুতোগুলোর ওপরের অংশ তৈরি হয় ক্যানভাস দিয়ে। খুবই হালকা ধরণের এবং বাতাস চলাচলের জন্য উপযোগী এই জুতোগুলো গরমের জন্য খুবই আরামদায়ক।
বোট সু
এই জুতোগুলিও যে কোনো পোশাকের সাথে মানিয়ে যায়। লেদার কিংবা ক্যানভাসের তৈরি এই জুতোগুলোর সোল রাবারের তৈরি হয়ে থাকে। গরমের সময় মোজা পড়া বেশ যন্ত্রণার হয়ে থাকে। এই যন্ত্রণা থেকে রেহাই পেতে পড়তে পারেন এই ধরণের জুতো। মোজা ছাড়াই এই জুতোগুলো আপনাকে দেবে স্টাইলিশ লুক এই গরমেও।
স্নিকার্স
স্নিকার্স এমন একধরণের জুতো যা সবচাইতে স্টাইলিশ লুকটি এনে দিতে পারে খুব সহজে। এবং গরমে এই ধরণের জুতো বেশ আরামদায়ক। গরম থেকে রেহাই পেতে নানা ধরণের নানা ডিজাইনের স্নিকার্স পড়তে পারেন পোশাকের সাথে মিলিয়ে।
মোক্কাসিন
এই ধরণের জুতোও সকল ধরণের পোশাকের সাথে মানিয়ে আপনাকে দেবে স্টাইলিশ লুক এবং একই সাথে গরমে আরামদায়ক অনুভূতি। নরম চামড়ার তৈরি এই জুতোগুলো ফিতেসহ এবং ফিতে ছাড়া দুভাবেই পাওয়া যায়। মোজা ছাড়া পড়া যায় বলে এই ধরণের জুতো গরমের জন্য বেশ উপযোগী।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: