অভিজিৎ হত্যায় সন্দেহভাজন ফারাবি আটক
অভিজিৎ রায় হত্যাকান্ডে জড়িত সন্দেহে শফিউর রহমান ফারাবিকে র্যাব রাজধানী যাত্রাবাড়ী থেকে আটক করেছে। তাকে এখন র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ সোমবার সাড়ে ১১টার দিকে ফারাবিকে রাজধানী যাত্রাবাড়ী থেকে আটক করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মুক্তমনা নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
এরপর আনসার বাংলা সেভেন নামের এক টুইটার একাউন্ট থেকে দাবি করা হয়েছে, ব্লগার অভিজিৎ রায়কে তার ‘ইসলাম বিরোধী অপরাধের জন্য হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, এই ঘটনার পেছনে ‘আনসার বাংলা সেভেন নামে জঙ্গি ইসলামী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে এ মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: